ভ্যালেন্সিয়ারে কাছে রিয়ালের হার

পপুলার২৪নিউজ ডেস্ক:
শীর্ষে থাকা দল রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়েছে লা লিগার এবারের আসরের খুঁড়িয়ে চলা দল ভ্যালেন্সিয়া।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডে-করিম বেনজেমারা ২-১ গোলের ব্যবধানে হেরে বসে। এবারের শিরোপা লড়াইয়ে এটা জিদান শিষ্যদের দ্বিতীয় হার।

আর এ হারের কারণে শীর্ষে থাকা দলটি শিরোপার লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ব্যবধান বাড়ানোর সুযোগও হারালো।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালকে ম্যাচের শুরুতেই হতভম্ভ করে দেয় ভ্যালেন্সিয়া। পাঁচ মিনিটের ব্যবধানে দু’বার বল জালে পাঠিয়ে অঘটনের ইঙ্গিত দেয় তালিকায় পঞ্চদশ স্থানে থেকে খেলতে নামা দলটি।

সিমোন জাজার অসাধারণ এক গোলে চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বার্সেলোনা থেকে ধারে আসা মুনির এল হাদ্দাদির ক্রস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো হাভ-ভলিতে গোল করেন ইতালির এই ফরোয়ার্ড।

নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন ফাবিয়ান ওরেয়ানা। তবে এই গোলেও অবদান ছিল জাজার। পাল্টা আক্রমণে তার আড়াআড়ি পাস পেয়ে নানি কিছুটা এগিয়ে ডান দিকে কোনাকুনি বল বাড়ান। আর ডি বক্সের ঠিক বাইরে থেকে বল ধরে ভিতরে ঢুকে গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত চিলির ফরোয়ার্ড ওরেয়ানা।

তবে বিরতির আগেই রোনাল্ডোর গোলে ভালো ফলের আশা দেখে রিয়াল। বাঁ-দিক দিয়ে মার্সেলোর ক্রসে ১২ গজ দূর থেকে দারুণ হেডে ব্যবধান কমান তিনি। লিগে এটা তার পঞ্চদশ গোল।

সমতায় ফিরতে মরিয়া রিয়াল দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি।

এদিকে হেরেও পয়েন্ট টেবিলে রিয়ালের অবস্থানের পরিবর্তন হয়নি। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে দলটি। আর ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

পূর্ববর্তী নিবন্ধবাস চালকের সাজার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ধর্মঘট চলছেই
পরবর্তী নিবন্ধপদ্মার চরে হবে ক্রীড়া পল্লি ও অলিম্পিক কমপ্লেক্স:প্রধানমন্ত্রী