নিজস্ব প্রতিবেদক: ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা কিনতে জিটুজি নাকি বাণিজ্যিক চুক্তি হয়েছে- সাংবাদিকদের এমন এড়িয়ে গিয়ে স্বাস্থ্য সচিব বলেছেন, ভ্যাকসিন আসতে দেরি হবে না।
ভারত ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, এমন খবর প্রকাশের পর সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়।
অন্যদিকে সন্ধ্যা বেক্সিমকোর সংবাদ সম্মেলনে এমপি নাজমুল হক পাপন দাবি করেন, ভ্যাকসিন কেনার জন্য যে চুক্তি হয়েছে, তা জিটুজি নয়, বাণিজ্যিক।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সভা শেষে স্বাস্থ্য সচিবকে ওই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
আবদুল মান্নান বলেন, জিটুজি কী জিটুজি নয় সেটা কোনো বিষয় না। করোনা ভ্যাকসিনের ব্যাপারে দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ে থেকে অবগত আছেন। ভ্যাকসিন আসতে দেরি হবে না।
একনেক সভায় করোনা ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহের একটি চলমান প্রকল্পের আওতায় চার হাজার ৩১৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।