ভোলার ভেদুরিয়ায় দেশের ২৭তম গ্যাসক্ষেত্র

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভোলার ভেদুরিয়ায় দেশের ২৭তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার মন্ত্রিসভাকে এ বিষয়টি অবহিত করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘একটা সুসংবাদ মন্ত্রিসভাকে অবহিত করা হয়। সেটা হল যে, ভোলার ভেদুরিয়া গ্যাসক্ষেত্রে ৬০০ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফিট) গ্যাস আবিষ্কৃত হয়েছে। এটা দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। ভোলায় আবিষ্কৃত মজুদ এক দশমিক ৫ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফিট), এখানে যদি আরও খনন করা হয় ইনশাআল্লাহ আরও গ্যাস পাওয়া যাবে বলে আশা করি।’

 

পূর্ববর্তী নিবন্ধএবার আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা
পরবর্তী নিবন্ধ৭০ অনুচ্ছেদ নিয়ে দ্বিধাবিভক্ত হাইকোর্ট