ভোলার তজুমদ্দিনের পানিতে ডুবে এক দিনমজুরের মৃত্যু

মোহাম্মদ তন্ময়, তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ভোলার তজুমদ্দিনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ আব্বাস (৩২)
নামে ১জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর
মাহারকান্দি  এলাকার পন্ডিত বাড়ি সংলগ্ন ঘোসাল বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
পরে পরিবার সূএে জানা গেছে, সে মৃগি রোগে ভূক্তভোগী ছিলেন।

নিহত আব্বাস মাহারকান্দি এলাকার মৃত বশির আহম্মেদ এর ছেলে। সে পেশায়
দিনমজুর ছিলেন।

এলাকা বাসি সূত্রে জানা যায়, শুক্রবার জুমআর নামাজের পূর্বে আব্বাস গোসল
করার জন্য বাড়ির পাশের ওজিউল্যাহ মাষ্টারদের পুকুরে গোসল করতে যায়। সে
মৃগি রোগী হওয়ায় পুকুরে নেমে আর উঠতে পারেনি। পরিবারের অগোচরে সেখানে
যাওয়ায় প্রথমে বিষয়টি কেউ টের পাননি। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে
উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে
কর্তব্যরত  চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসী
শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে বাংলাদেশি হাজীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনওয়াজের পদচ্যুতিতে উচ্ছ্বসিত ইমরান খানের সাবেক স্ত্রী !