ভোটের আগে শিল্পী সমিতির সদস্য হলেন চার নায়িকা

পপুলার২৪নিউজ ডেস্ক:
নির্বাচনের আগেই বেশ জমে উঠেছে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বর্তমান কমিটির বনভোজন আয়োজন ও নতুন ভোটর তৈরি- সবকিছুই এখন চিত্রপাড়ার আলোচনার খোরাক।

আজ রাজধানীর অদূরে প্রিয়াঙ্কা শুটিং স্পটে অনুষ্ঠিত হচ্ছে বনভোজন।

অন্যদিকে সম্প্রতি নতুন করে ৬২ অভিনয় শিল্পীকে সদস্য পদ দিয়ে সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩ মার্চ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মোট ৬৮ জনের নাম চলচ্চিত্র শিল্পী হিসেবে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৬৩ জন নতুন শিল্পী এবং পুরনো পাঁচজনকে সদস্য পদ দেয়া হয়েছে। এর মধ্যে সভাপতি ও সেক্রেটারির বিশেষ ক্ষমতাবলে এবং সবকিছু বিবেচনা করে কয়েকজনকে নতুনভাবে সদস্য পদ দেয়া হয়েছে।

নতুন সদস্যদের তালিকায় ঢাকাই ছবির আলোচিত চার নায়িকা বিদ্যা সিনহা মিম, পরিমণি, বুবলী ও জলি রয়েছেন।

এ বিষয়ে চিত্রনায়িকা বুবলীর কাছে জানতে চাইলে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমার প্রথম ছবি বসগিরির শুটিংয়ের সময় শিল্পী সমিতির সদস্য হওয়ার জন্য লিখিতভাবে আবেদন করি। অবশেষে সেই আবেদন কার্যকর হল। চলচ্চিত্রের শিল্পী হিসেবে নিজের একটা স্থায়ী পরিচয় পেলাম। এতে করে দায়িত্ববোধ আগের চেয়ে বেড়ে গেল। সবসময় চলচ্চিত্রের সঙ্গে থাকব। সবার সহযোগিতা কামনা করছি।’

মিম বলেন, ‘এটা আমার জন্য সুখবর। অনেক দিন আগেই আবেদন করেছিলাম। অবশেষে পেলাম। আনুষ্ঠানিকভাবে সমিতির সদস্য হতে পেরে বেশ ভালো লাছে।’

পরিমণি বলেন, ‘চলচ্চিত্রের অভিনেত্রী হয়েও এতদিন শিল্পী সমিতির সদস্য না থাকাটা বেশ কষ্টদায়ক। এখন হয়েছি। নিজের কাজের জায়গায় স্বীকৃতিটা সবারই ভালো লাগে। আমারও লাগছে।’

এছাড়াও অভিনেতা আনিসুর রহমান মিলন, শান আরাফ, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনও সদস্য পদ পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষক মন্ত্রীকে ঠেকাতে রেড অ্যালার্ট
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের