ভোটের আগেই হেরে যাওয়া দল বিএনপি : শামীম

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন। তাই নির্বাচনকে ভয় পায়। দলের দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান যেহেতু নির্বাচন করতে পারবে না, সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়। ভোটের আগেই হেরে যাওয়া দল হচ্ছে বিএনপি।’

শনিবার (৯ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে ভূমখাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এর আগে দেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।’

শামীম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে অপরাজনীতির শুরু হয়। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির শুরু হয়। এর কারণেই জিয়াউর রহমান সব অপরাজনীতির জনক। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করেছে।’

তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি নৌকার বিজয়ের মাধ্যমে স্বাধীনতা এনেছে। নৌকার বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা সরকারে এসে জাতিকে দিয়েছে অভাবনীয় উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি সুশৃঙ্খল হতে হবে। ত্যাগী ও পরিশ্রমীদের মূল্যায়ন করতে হবে। স্বেচ্ছাসেবক লীগে অনুপ্রবেশকারীর কোনো স্থান নেই।’

পূর্ববর্তী নিবন্ধসাকিব আল হাসানের শাশুড়ির দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধ১১২ দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০৪তম