ভোটার কম উপস্থিতির দায় ইসির না, দলগুলোর: সিইসি

সাইদ রিপন:
ঢাকা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার  কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের নয়। এ দায় রাজনৈতিক দলগুলোর ও প্রার্থীদের বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজ ভোটদান শেষে এ কথা বলেন তিনি।
সিইসি সাংবাদিকদের বলেন, ভোটার আনার দায় রাজনৈতিক দলগুলোর। আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই, রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয়। আমরা বলে দেই পরিবেশ সুষ্ঠু আছে, সবকিছু নিরাপদ আছে এবং সবাই ভোট দিতে আসতে পারে।
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি আগেই বলেছি- দুইটি কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে। একটি হচ্ছে- স্বল্প সময়ের জন্য এই নির্বাচন, এক বছর পরে আবার নির্বাচন হবে- সেজন্য কম হতে পারে। আর সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না ভাবে ভোটার কম হতে পারে।
সিইসি আরও বলেন, বেলা গড়ালে মানুষ বাড়তে পারে। তবে উপস্থিতি ওই রকম সংখ্যক নাও হতে পারে।
নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নেই জানিয়ে তিনি বলেন, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আইনশৃংখলা বাহিনী নিয়োগ করে দিয়েছি। নির্বাচনী ব্যবস্থায় কোনো ত্রুটি আছে বলে আমরা মনে করছি না।
পূর্ববর্তী নিবন্ধশাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধদুপুর পর্যন্ত কোন ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি : ডিএমপি কমিশনার