ভোটারদের আস্থা অর্জনে প্রবাসী নেতাকর্মীদের কাজ করতে হবে

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থা অর্জনে প্রবাসী নেতাকর্মীদের কাজ করতে হবে।’

বাংলাদেশ স্থানীয় সময় বুধবার সকলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন প্রথানমন্ত্রী।

প্রবাসীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের কল্যাণে প্রবাসীদের অবদান অনেক। মুক্তিযুদ্ধের সময় যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদের নানাভাবে সাহায্য করেছে। এ ছাড়া মুক্তিযুদ্ধে সমর্থন আদায়ে তারা কাজ করেছে। এখনো প্রবাসী ভাই-বোনেরা রেমিট্যান্স পাঠিয়ে দেশ গড়ায় অবদান রাখছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতন। রোহিঙ্গাদের আমরা মানবিক করাণে আশ্রয় দিয়েছি। আমি সেখানে গিয়েছি। তাদের সঙ্গে কথা বলেছি। তখন আমার নিজের কথা মনে হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের ওপর নির্যাতন করেছে। আজ যখন তারা বিপদে পড়েছে তাদের আমরা সাহায্য করেছি। বাংলাদেশের মানুষ অনেক উদার। প্রয়োজনে নিজেরা এক বেলা খাবে তাদের একবেলা খাওয়াবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের শক্তি মানুষের শক্তি। বঙ্গবন্ধু যে পররাষ্ট্র নীতি দিয়েছিলেন আমরা তা মেনে দেশের উন্নয়ন করে যাচ্ছি। আমরা প্রতিটি ক্ষেত্রে উন্নতি করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাই, বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হোক।’

 

পূর্ববর্তী নিবন্ধমাগুরায় পোলট্রি খামার থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা-বিক্রি নিষেধ