ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

পপুলার২৪নিউজ ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তিন কেন্দ্রের সমস্যা ছাড়া বাকিগুলোতে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

মঙ্গলবার কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে চমৎকার নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, ২৮৯টি কেন্দ্রের মধ্যে ৩টিতে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রে চমৎকার ভোট হয়েছে। শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গণমাধ্যমে বিভিন্ন অনিয়মের কথা আসার প্রসঙ্গে প্রশ্ন করলে হেলালুদ্দীন বলেন, আমরা সকাল থেকে নির্বাচন মনিটর করেছি। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সব টিভি চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি। যে অনিয়ম দেখানো হয়েছে, তা কেবল ওই স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের।

ইসি সচিব বলেন, ‘কয়েকটি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে কিছু গোলযোগ বা বিশৃঙ্খলা দেখা দেয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেট গিয়ে তার সুরাহা করেছেন।’

বিএনপির অভিযোগের বিষয়ে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা নির্বাচনী কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখেছি। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

 

পূর্ববর্তী নিবন্ধখুলনার মেয়র আওয়ামী লীগের খালেক
পরবর্তী নিবন্ধধামরাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ