‘ভোগ’ মডেলের মৃত্যুর ঘটনায় মামলা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের বিদেশি ছাত্রী রাউধা আতিফের (২০) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতেই রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষ থেকে অপমৃত্যুর মামলাটি করা হয়। হাসপাতালের সচিব আব্দুল আজিজ রিয়াজ বাদী হয়ে মামলাটি করেন বলে নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “আন্তর্জাতিক মডেল ও মেডিক্যাল ছাত্রী রাউধা আতিফের মৃত্যুর ঘটনাটি নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এর নেপথ্যের কারণ উদঘাটনে সবদিক বিবেচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বিষয়টি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তারপরও এটিকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ”

এদিকে, স্বজনদের অপেক্ষায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে পড়ে আছে রাউধার লাশ। মালদ্বীপ থেকে স্বজনরা আসলেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, “রাউধা আতিফের মৃত্যুর সংবাদ স্বজনদের জানানো হয়েছে। স্বজনরা ইতিমধ্যে মালদ্বীপ থেকে রওনা হয়েছেন। ”

এর আগে গতকাল বুধবার রাউধার লাশ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিদেশি কোটার ছাত্রী ছিলেন রাউধা। ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই কক্ষে ওঠেন তিনি। আতিফের মায়ের নাম আমিনা মহাসিমাত। বাড়ি মালদ্বীপে।

পূর্ববর্তী নিবন্ধ মজাদার চিকেন সাসলিক
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সম্পর্কে অস্ট্রেলিয়াকে জোন্সের সতর্কবার্তা