ভেনিজুয়েলা থেকে ১৪ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

 পপুলার২৪নিউজ  ডেস্ক:

বিতর্কিত নির্বাচনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনরায় ক্ষমতা গ্রহণের প্রতিবাদে কারাকাস থেকে ১৪টি দেশ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।

এসব দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং কানাডাও রয়েছে। সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানালো দেশগুলো। খবর এএফপির।

এ ছাড়া বিরোধী দলকে বাদ দিয়ে রোববারের এই নির্বাচনকে এক তরফা উল্লেখ করে দেশটির ওপর নতুন করে আবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেইসঙ্গে মাদুরো সরকারের দমন-পীড়ন বন্ধে দেশটিতে নতুন করে নির্বাচন দেয়ার কথা বলেন ট্রাম্প। তবে, নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেইজিং বলছে, ভেনিজুয়েলার জনগণের পছন্দের ওপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।

পূর্ববর্তী নিবন্ধবেসিক ব্যাংকের দুর্নীতি মামলা : সকল তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধ‘আমি ইসলামধর্ম গ্রহণ করেছি, ভালো আছি, মা তুমি ভালো থেকো