ভেনিজুয়েলার শিশুদের সাহায্য করতে অ্যাঞ্জেলিনা জোলির আহ্বান

পপুলার২৪নিউজ ডেস্ক :

হলিউডের খ্যাতনামা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ভেনিজুয়েলায় অসহায় শিশুদের প্রতি সাহায্যের হাত বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক বিশেষ দূত হিসেবে কলোম্বিয়া সফরে গিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।এতে অ্যাঞ্জেলিনা জোলি ভেনিজুয়েলা ছাড়াও রাজনৈতিক অস্থিরতায় নাজুক অর্থনীতির কারণে সংকটে পড়া দক্ষিণ আমেরিকার আরও দুটি দেশের অসহায় শিশুদের সাহায্যার্থেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। খবর রয়টার্সের।

একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত এই জনপ্রিয় অভিনেত্রী আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় ২০ হাজার শিশু মৌলিক অধিকার থেকে বঞ্চিত। কলোম্বিয়ায় আশ্রয় নেয়া ভেনিজুয়েলার শরণার্থীদের দেখতে দুদিনের সফরে দেশটিতে অবস্থান করছেন। শরণার্থীদের বিষয়ে কথা বলতে তিনি কলোম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

দেশ ছেড়ে পালিয়ে আসা ভেনিজুয়েলার ৪০ লাখ শরণার্থীর মধ্যে ১০ লাখই আশ্রয় নিয়েছে কলোম্বিয়ায়।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের পারফরমেন্স নিয়ে যা বললেন মাশরাফি
পরবর্তী নিবন্ধআর অভিনয় করব না, আল্লাহর পথে চলব: পুষ্পিতা পপি