টেনিস বিশ্বের দুই মহাতারকা হলেন উইলিয়ামস বোনদ্বয়। তবে আশ্চর্যের বিষয় হলো, উইম্বলডনের ফাইনালে উঠতে গত ৮ বছর ধরে অপেক্ষায় ছিলেন ভেনাস উইলিয়ামস। বয়স ৩৭ স্পর্শ করলেও কোর্টে এখনও দুর্দান্ত ভেনাস। পরিশ্রম আর অভিজ্ঞতা দিয়ে জয় করেছেন একের পর এক ইভেন্ট। এবার উইম্বলডনের ফাইনালে ওঠার অপেক্ষার শেষ হলো তার।
বৃহস্পতিবার সেমিফাইনালে ব্রিটিশ তারকা জোহানা কোন্তাকে সরাসরি সেটে (৬-৪,৬-২) হারিয়ে উইম্বলডনের ফাইনালের টিকিট পেয়েছেন ভেনাস। এর মধ্য দিয়ে ৮ বছরের অপেক্ষার অবসান ঘটল এই মার্কিন টেনিস তারকার। এর আগে সর্বশেষ ২০০৯ সালে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন ভেনাস।
আগামীকাল শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে (ফাইনাল) স্প্যানিশ তারকা গারবিন মুগুরুজার মুখোমুখি হবেন ভেনাস উইলিয়ামস। তার আগে ৮ বছর পর ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত ভেনাস বললেন, ‘আমি এখানে অনেকবার ফাইনালে খেলেছি। আবার ফাইনাল খেলব, সেটা ভাবনার বাইরে ছিল। খুবই ভালো লাগছে।