ভেজাল বিরোধী অভিযান নিয়ে ফটিকছড়ি বিবিরহাট বাজার ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় 

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম ;
ভেজাল বিরোধী চলমান অভিযান নিয়ে ফটিকছড়ির বিবিরহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
৮ সেপ্টেম্বর রবিবার রাতে ফটিকছড়ি বিবিরহাট বনিক কল্যান সমিতির উদ্যোগে সমিতির সভাপতি দিদাররুল বশর চৌধুরী দুদুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিউল আলম দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সায়েদুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জানে আলম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাজারের ব্যবসায়ীবৃন্দরা।
এ সময় ব্যবসায়ীরা ভেজাল বিরোধী অভিযানে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি ভেজাল পন্য বিক্রয় থেকে বিরত থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাপার উপজেলা সভাপতি আবছার উদ্দীন, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর রফিকুল আলম চৌধুরী, জাহেদুল ইসলাম টিটু, কাউন্সিলর বেলাল উদ্দীন, মোঃ হেলাল উদ্দীন, আলাউদ্দীন আল রাকিব, জসিম উদ্দীন, আব্দুল কাইয়ুম চৌধুরী স্বপন, সরোয়ার উদ্দীন চৌধুরী, কামরুল হাসান ও জয়নাল আবেদীন।
পূর্ববর্তী নিবন্ধসাকিবদের পরাজয়ে বৃষ্টিও লজ্জা পেল!
পরবর্তী নিবন্ধনাগরিকদের তথ্য সংগ্রহে ডিএমপির মোবাইল অ্যাপ