কিংবদন্তি গায়ক কিশোর কুমারের স্মৃতি বিজড়িত বিখ্যাত গাঙ্গুলি হাউজ ভেঙে ফেলা হবে। ভারতের মধ্য প্রদেশে খাণ্ডোয়ার এই বাড়িটার নামেই বিশেষ পরিচিত এলাকাটি। বহু মানুষই এ বাড়িটি দেখতে আসেন। বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্তে স্থানীয়দের মাঝে হতাশা বিরাজ করছে।
কিশোর কুমারের পৈত্রিক ভিটে ভেঙে ফেলার নোটিশ জারি করেছে স্থানীয় খাণ্ডোয়া পুর নিগম৷ সেই নোটিশ ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক৷ অভিযোগ উঠেছে তারা ইতিহাসকে মুছে ফেলার উদ্যোগ নিয়েছে।
কিশোর কুমারের জন্ম ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে ১৯২৯ সালে। তাঁর বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী। ময়ের নাম গৌরী দেবী। চার ভাই বোনের ভিতর কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ।
শুধু কিশোর কুমার নন, তাঁর বড় দাদা তথা প্রয়াত অপর কিংবদন্তি নায়ক অশোক কুমারের শৈশব কেটেছে খান্ডোয়ার গাঙ্গুলি হাউসে৷ বলিউডের সফল অভিনেতা ছিলেন তিনি৷ পরিচিত ছিলেন দাদামনি নামেই৷ আবার এই বাড়িতেই শৈশব কেটেছে অভিনেতা অনুপ কুমারের৷ তিনিও কিশোর কুমারের এক দাদা৷
স্থানীয় কর্তৃপক্ষের যুক্তি, শতাধিক বছরের পুরাতন বাড়িটি ক্রমশ জীর্ণ হয়ে পড়েছে৷ যে কোনও সময় সেটি ভেঙে পড়তে পারে৷ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই বাড়িটি ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে৷