বিনোদন ডেস্ক:
এক দশক আগে ভৌতিক গল্পপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছিল ভূত এফএম। তারই ধারাবাহিকতায় পুরনো রোমাঞ্চ নতুনভাবে ফিরেছে ভূতডটকমের উপস্থাপনায়। ভুতের গল্পের এ আয়োজনের নাম ‘অচিনপুর’।
বৃহস্পতিবার রাত ১০টা ৫৯ মিনিটে ব্যস্ত সপ্তাহ শেষে ছুটির আমেজ শুরু যখন, ঠিক তখনই ডাক আসবে অচিনপুরে। যেখানে একবার প্রবেশ করলে ফিরে আসা সহজ হয় না! এখানে পুরনো বন্ধুরা আবারো মিলিত হয়, ঘুরে বেড়ায় চেনা-অচেনা মুখ। ফিরে আসে ফেলে আসা সময়ের অনেক গল্প ও চরিত্র। যাদের সঙ্গে মিশে থাকে ভুতুরে সব রোমাঞ্চ।
সময়ের স্রোতে সেইসব চরিত্ররা আড়াল হয়ে গেলেও রয়ে গেছে তাদের অস্তিত্ত্ব। তাদের অস্তিত্বের পথ ধরে থেকে যায় ভয়। সেইসকল শিহরণ জাগানো অনুভূতি আবারও সবার জন্য নিয়ে এসেছে ‘অচিনপুর’।
এই আয়োজনে সঙ্গে থাকবে ভুত এফএমের জনপ্রিয় নাম আরজে রাসেল। ভূতের গল্প, ভয় আর রোমাঞ্চের জন্য ইউটিউব চ্যানেল ‘RJ Russell- BhootDotCom’- এ চোখ রাখুন।