ভীতিকর পরিস্থিতির অবসান চান দুদক কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার মাধ্যমে যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার অবসান চান সংস্থাটির কর্মকর্তারা। পাশাপাশি দুদক চাকরিবিধি ২০০৮ এর ৫৪ এর (২) কে বিতর্কিত উল্লেখ করে এই ধারা বাতিল চেয়েছেন তারা।

মো. শরীফ উদ্দিনকে এই ৫৪ এর (২) ধারা অনুযায়ী বহিষ্কার করে কমিশন। রোববার (২০ ফেব্রুয়ারি) কমিশনের সচিব মাহবুব হোসেনের কাছে দুদক কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়। সেই আবেদনে বিতর্কিত ৫৪ (২) বিধি বাতিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।

কর্মকর্তা-কর্মচারীদের আবেদনে উল্লেখ করা হয় যে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ হতে ৫৪ (২) বিধির বিষয়ে আপিল বিভাগে যে রিভিশন করা হয়েছে সেটি প্রত্যাহারের মাধ্যমেই বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। দুদক সচিব আশ্বস্ত করেন যে তাদের আবেদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের পক্ষ হতে সচিবকে আবেদন বিবেচনা করে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়।

১২১ সদস্য বিশিষ্ট দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন দুদক কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যাণে কাজ করে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান ওবায়দুল কাদেরের
পরবর্তী নিবন্ধতাহিরপুরে শিক্ষক বিহীন প্রাথমিক বিদ্যালয়