ভিয়েতনামে ইন্টারনেটে কড়াকড়ির আহ্বান জানালেন প্রেসিডেন্ট

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং দেশটির ইন্টানেটের ওপর কড়াকাড়ি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

দেশটির বিরোধীরা ইন্টারনেট ব্যবহার করে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সমালোচনা করায় এ আহ্বান জানান তিনি।

চলতি বছর ভিয়েতনামের সরকার অ্যাক্টিভিস্টদের দমন করতে বিভিন্ন নামকরা ব্যক্তিকে গ্রেফতার করে দণ্ডিত করলেও সামাজিক মাধ্যমে সমালোচনা বন্ধ করতে খুব একটা সাফল্য পায়নি।

এমন প্রেক্ষাপটে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে ইন্টারনেটের ওপর কড়াকড়ি বাড়ানোর আহ্বান জানালেন প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

তিনি বলেন, শত্রুপক্ষ ইন্টারনেটকে ব্যবহার করে ক্ষমতাসীন দল ও রাষ্ট্রকে হেয়প্রতিপন্ন করে সংঘবদ্ধ প্রচারণা চালাচ্ছে, যা দলের ক্যাডার, সদস্য এবং জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

কুয়াং বলেন, অনলাইনের তথ্য প্রবাহ, বিশেষত সামাজিক মাধ্যমের নিয়ন্ত্রণে ভিয়েতনাম সরকারের মনযোগ আরও বাড়ানো দরকার।

এছাড়া সংবাদ সাইট ও ব্লগগুলোতে বাজে ও ক্ষতিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মত দেন।

গত বছরের শুরুতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে প্রভাবশালী হয়ে ওঠে নিরাপত্তার বিষয়ে রক্ষণশীলরা।

এরপর থেকে সরকারের সমালোচক এবং দুর্নীতির জন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু হয়।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক প্লাটফর্ম ফেসবুক ব্যবহারকারী শীর্ষ ১০টি দেশের অন্যতম হলো ভিয়েতনাম। দেশটিতে ভিডিও দেখার সামাজিক মাধ্যম ইউটিউবও বেশ জনপ্রিয়।

পূর্ববর্তী নিবন্ধআতঙ্কে বার্সেলোনার মুসলিমরা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলে:রিজভী