ভিসা নীতি নিয়ে যা ভাবছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান জটিলতার অবসান ঘটিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে আয়োজিত হবে টুর্নামেন্টটি। ২০২৫ সালে অনুষ্ঠেয় এই আসরে অংশ নেবে ৮টি দল। ক্রিকেট প্রেমীরা নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে ভিসা প্রক্রিয়ায় সহজ সুবিধা পাবেন বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক ঘোষণায় জানান, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করা হবে। চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করা হবে।’

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে আইসিসি। তবে এই আয়োজন নিয়ে নানা জটিলতা পেরোতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। পিসিবির কাজের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘পিসিবি তার দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালন করছে।’

ভারতের সঙ্গে ক্রীড়ার সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘খেলাকে রাজনীতির বাইরে রাখা উচিত।’

পূর্ববর্তী নিবন্ধইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে
পরবর্তী নিবন্ধমাশরাফির বিপিএল খেলা নিয়ে অগ্রগতি জানাল সিলেট