ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বুধবার সকালে বৈঠকে বসেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির শিক্ষক লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ভিপি নুরুল হকসহ সবাইকে নাশতা করান উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
নাশতার মেন্যুতে ছিল দুটি পরোটা, একটি ডিম ভাজি, সবজি ভাজি ও একটি কলা।
বৈঠকে এসএম হলের ওই ঘটনায় নুরুল হকসহ কয়েকজনের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
হামলার বিচার এবং হল থেকে বহিরাগতদের বিতাড়নের জন্য সোমবার পর্যন্ত ঢাবি প্রশাসনকে সময় বেঁধে দেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
এরপর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
বৈঠকে নুরের সঙ্গে ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ, স্বতন্ত্র জোট থেকে ডাকসুর ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, জিএস প্রার্থী শাফী আবদুল্লাহ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রার্থী তালিম হাসান রিজভী এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী রাশেদ খাঁন ও এজিএস প্রার্থী ফারুক হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় এক ছাত্রকে পিটিয়ে আহত করার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গেলে ভিপি নুরসহ অন্য শিক্ষার্থীরা অবরুদ্ধ ও লাঞ্ছিত হন।