ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালো চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক : মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (২১ ফেব্রুয়ারি) সকালে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় কাঞ্চন-নিপুণ পরিষদের বিজয়ীরা উপস্থিত ছিলেন।

সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, ভাষার মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে সবাই এফডিসিতে এসেছেন।

উল্লেখ্য, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে প্রকাশ্যে কোন্দল চলছে। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক এই নির্বাচনে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। পদ নিয়ে আদালতের দ্বারস্থ হন দুজন। আগামী ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হবে।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলল অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান