পপুলার২৪নিউজ ডেস্ক:
কথায় আছে ‘একদেশের বুলি আর অন্যদেশের গালি’। একমাত্র ভাষা না বোঝার কারণে সৃষ্ট এই জটিলতায় পড়েননি এমন মানুষ খুব কমই আছে।
তবে এবার ভাষা জটিলতা কাটাতে নতুন এক ডিভাইস তৈরি করেছেন বিজ্ঞানীরা।
লিংমো ইন্টারন্যাশনালের তৈরি আইবিএম ওয়াটসনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘ওয়ানটুওয়ান’ ডিভাইসটি কানে দিলেই এক ভাষার শব্দ অনুবাদ করে শোনাবে অন্য ভাষায়।
অস্ট্রেলিয়ার নির্মাতা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জেনেভায় ইউনাইটেড নেশনস আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফর গুড সামিটে ডিভাইসটি প্রদর্শন করেছে।
ডিভাইসটি ব্যবহারে ব্লুটুথ বা ইন্টারনেটের প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে ইংরেজি, জাপানি, ফরাসি, ইতালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান ও চীনা ভাষায় শব্দ অনুবাদ করতে পারবে ডিভাইসটি।