ভালোবাসা দিবসের কনসার্ট

পপুলার২৪নিউজ ডেস্ক:
তাদের গানে গানে মাতাতে আয়োজিত হচ্ছে বিশেষ লাইভ কনসার্ট ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’। নতুন বছরের সবচেয়ে বড় এ আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিকেল ৩টা থেকে কনসার্টটি শুরু হবে।

কনসার্টটিতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি, হৃদয় খান, ঐশী, ব্যান্ড ডাকঘর এবং ইন্ডিয়ান আইডল সিজন ৪-এর তোরসা সরকার, কলকাতার অর্ক মুখার্জি তাঁদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। বর্ণাঢ্য এই কনসার্ট আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্টেলস লিমিটেড’।

কনসার্টের সার্বিক বিষয়ে ইভেন্টেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বলেন, ‘আমরা সবাই সংগীতপ্রিয় মানুষ। আমাদের রক্তে মিশে আছে গানের সুর। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতেই এ আয়োজন। কনসার্টে বাংলাদেশের পাশাপাশি ভারতের দুজন জনপ্রিয় সংগীতশিল্পী দর্শকদের সরাসরি গান গেয়ে শোনাবেন। আমাদের বিশ্বাস আপনাদের সঙ্গে নিয়েই আনন্দঘন পরিবেশে ভালোবাসা দিবসটি উদযাপন করতে পারব।’

এই বিষয়ে ইনসাইট কমিউনিকেশনের চিফ অপারেশন ডিরেক্টর মো. সজীব উদ্দিন সরকার বলেন, “আমরা বরাবরই সৃজনশীল যে কোনো কাজে নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করি। তাই ইভেন্টেলস লিমিটেড আয়োজিত ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’ কনসার্টটিতে গণমাধ্যমের অংশগ্রহণের বিষয়ে জোর দৃষ্টি রেখেছি। আশা করি, সবার সহযোগিতা নিয়ে আমরা এ আয়োজনটি সফল করতে পারব।”

পূর্ববর্তী নিবন্ধনগরকান্দায় নিহত ১৩ মধ্যে দুই জনের পরিচয় শনাক্ত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সীমান্তে যৌন নির্যাতনের শিকার অবৈধ অভিবাসীরা