ভালুকায় বিস্ফোরণস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়করণ দল

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ছয়তলা ভবনের তিন তলায় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছেন বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা। তারা সেখানে পৌঁছানোর পরই বাড়িটির ভেতর প্রবেশ করবে পুলিশ।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) প্রলয় কুমার জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রলয় কুমার জোয়ার্দার জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে আমাদের কথা হয়েছে। ৮-১০ সদস্যের বোমা বোমা নিষ্ক্রিয়করণ দলকে ঘটনাস্থলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা ভালুকার উদ্দেশে রওনা হবেন।

প্রলয় কুমার জোয়ার্দার আরো জানান, গ্যাস সিলিন্ডার থেকেও বিস্ফোরণ হতে পারে। আবার জঙ্গি আস্তানাও হতে পারে। কোনো বিষয়ই উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রকিবুল হাসান জানান, বিস্ফোরণে ওই ভবনের তিন তলার দেয়াল ও করিডোর একেবারে ভেঙে পড়েছে।

বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ চারজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজন মারা যান। বাকি তিনজনের মধ্যে পুলিশি হেফাজতে দুইজনকে স্থানীয় হাসপাতাল ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাত ১টার দিকে স্থানীয় মাস্টারবাড়ি এলাকার ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকেই বাড়িটির চারপাশ ঘিরে রাখে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধ‘নির্বাচন বিতর্কিত হলে দেশ ভয়াবহ পরিণতিতে পড়বে’
পরবর্তী নিবন্ধকদমতলীতে স্ত্রীর পায়ের রগ কেটে দিলো স্বামী