ভালুকার সাবেক এমপি ডা. আমান উল্লাহ মারা গেছেন

নিজস্ব ডেস্ক:

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের চার বারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. এম আমান উল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…ইলায়হি রাজিউন)।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ধক্যজনিত কারণে ডা. এম আমান উল্লাহ ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা গেছেন।

জানা যায়, অধ্যাপক ডা. এম আমান উল্লাহ উপমহাদেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শুক্রবার (১২ মার্চ) বাদ জুমা ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা এবং পরে উপজেলার মাহমুদপুর গ্রামের সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রী রোমানা স্বর্ণা গ্রেফতার
পরবর্তী নিবন্ধ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ছে