পপুলার২৪নিউজ ডেস্ক:
বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলার নতুন সিনেমা ‘ভার্জিন ভানুপ্রিয়া’ মুক্তি পেয়েছেন। সিনেমার নামের সঙ্গে ‘ভার্জিন’ শব্দটি থাকায় সমালোচনা হচ্ছে। নেট দুনিয়ায় তা নিয়ে মাতছেন নেটিজনরা।
এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকে কারো ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা বন্ধ করা উচিত। আমি মনে করি, ভার্জিনিটি ব্যক্তিগত বিষয় এবং এটি সেই ব্যক্তির ওপরই ছেড়ে দেওয়া উচিত। এ নিয়ে আলোচনা-সমালোচনা করার মতো কোনো বিষয় নেই। আমাদের মনে রাখতে হবে শব্দটি নিষিদ্ধ নয় এবং এটি অন্য শব্দগুলোর মতোই। সিনেমায় আমরা এই বিষয়টি আমরা বোঝাতে চেয়েছি।’
‘ভার্জিন ভানুপ্রিয়া’ অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য সিনেমায় দর্শক আমাকে যেভাবে দেখেছে এই সিনেমায় একদম ব্যতিক্রমভাবে নিজেকে উপস্থাপন করেছি। সত্যি বলতে, চশমা পরা লুকটি আমার খুবই পছন্দ। আমাদের সিনেমার বিষয়বস্তু গুরুত্বপূর্ণ।
অজয় লোহান পরিচালিত এই ছবির গল্পে মুম্বাইয়ের রক্ষণশীল পরিবারের মেয়ে উর্বশী। এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন— আজীবন কুমারী থাকবেন তিনি। কিন্তু এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করতে চান উর্বশী।
উর্বশী ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন গৌতম গুলাটি, রুমানা মোল্লা, অর্চনা পুরনা সিং, বিজেন্দ্র কালা প্রমুখ।