নিজস্ব ডেস্ক:
সিন্ধু নদের পানিবণ্টন ইস্যুতে ভারত-পাকিস্তান বৈঠক শুরু হয়েছে। ‘সিন্ধু পানিবণ্টন চুক্তি’কে কেন্দ্র করে প্রায় আড়াই বছর পর মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুদিনব্যাপী এই বৈঠক শুরু হয়।
কয়েক সপ্তাহ আগে নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রবিরতির লক্ষ্যে উভয় দেশের সেনাবাহিনীর যৌথ বিবৃতি দেওয়ার পর এই আলোচনা শুরু হচ্ছে। এরই মধ্যে ‘অতীতের সব ঘটনাকে কবর দিয়ে সামনে এগিয়ে’ যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে পাকিস্তান।
‘চিরশত্রু’ দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগকে বিরল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে।
ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি উভয় দেশ অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পর আজকের বৈঠককে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এতে চুক্তির অধীনে সিন্ধু নদের পানিবণ্টন, পাকাল দুল, লোয়ার কালনাই পানিবিদ্যুৎ স্থাপনাসহ পশ্চিমের বিভিন্ন নদী, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে।
সিন্ধু নদের পানিবিষয়ক পাকিস্তানি কমিশনার সাঈদ মুহাম্মদ মেহের আলি শাহ তার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সিন্ধু নদবিষয়ক কমিশনার পিকে সাক্সেনা।
তার সঙ্গে বৈঠকে থাকছেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের উপদেষ্টা, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ও ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা।
দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর পানিবণ্টন নিয়ে দ্বন্দ্বের অবসানে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু পানি চুক্তি’ হয়। এর অংশ হিসাবে ওই বছর গঠন করা হয় ‘স্থায়ী সিন্ধু কমিশন’।
চুক্তি অনুযায়ী, দুদেশের প্রতিনিধিদের পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করার কথা থাকলেও গত কয়েক বছরে তা হয়নি।
২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহতের ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। তারপর থেকে ‘সিন্ধু পানি চুক্তি’ নিয়ে তাদের মধ্যে আলোচনা বন্ধ ছিল।
এ ছাড়া কাশ্মীর থেকে ৩৭০নং অনুচ্ছেদ প্রত্যাহারের কারণেও দুদেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। বৈঠকে অংশ নিতে সোমবারই নয়াদিল্লি পৌঁছায় পাকিস্তানের সাত সদস্যের একটি দল। খবরে বলা হয়েছে, বৈঠকে পাকিস্তান
ভারতের দুটি জল প্রকল্প নিয়ে আপত্তি তুলতে পারে। পাকাল দূল এবং লোয়ার কালনাই নামক ভারতের দুটি প্রকল্প নিয়ে পাকিস্তান প্রথম থেকেই আপত্তি তুলে এসেছে। এই আবহে তারা আনুষ্ঠানিকভাবে এদিন ফের এ বিষয়ে আপত্তি তুলবে বলেই মনে করা হচ্ছে।
পাকাল দূল জলবিদ্যুৎ প্রকল্পটি ভারত তৈরি করছে মারুসুদার নদীর ওপর। এই নদীটি চেনাবের শাখা-নদী। এই প্রকল্পটি জম্মুর কিশ্তওয়ার জেলায় অবস্থিত। এদিকে অপর প্রকল্পটি চেনাব নদীর উপরই।
এই দুই প্রকল্প নিয়ে পাকিস্তান আপত্তি জানাতে পারে এই বৈঠকে। এ ছাড়া এদিনের বৈঠকে বন্যাসংক্রান্ত তথ্য বিনিময় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে শেষবার কমিশনের বৈঠক হয়েছিল লাহোরে ২০১৮ সালে, যা সাধারণত হওয়ার কথা বছরে অন্তত একবার।
কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে নানা ধরনের বিবাদ-বিদ্বেষের কারণে বিশেষ করে সংবিধানের ৩৭০ ধারার প্রত্যাহার এবং তার জেরে নিয়ন্ত্রণরেখা বরাবর পর পর হিংসামূলক ঘটনার ফলে এই বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি।
শেষপর্যন্ত পেছনের দরজা দিয়ে হওয়া কূটনীতির ফলে বরফ কিছুটা গলেছে এবং দুই দেশকে ফের আলোচনার টেবিলে নিয়ে আসা গেছে।