স্পোর্টস ডেস্ক : শোয়েব বলেছিলেন, পাকিস্তান সুপার টুয়েলভেই বাদ পড়বে। আর ভারত সেমিফাইনালে হেরে দেশে ফেরার বিমান ধরবে। এখন তাকে বলতে শোনা গেলো, তিনি চান ভারত-পাকিস্তান ফাইনাল হোক।
পাকিস্তান তার কথা ভুল প্রমাণ করায় খুশি শোয়েব, ‘তারা আমাকে ভুল প্রমাণ করেছে। সুপার টুয়েলভ থেকে বাদ পড়েনি তারা। নেদারল্যান্ডসকে ধন্যবাদ, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। দক্ষিণ আফ্রিকানদের বলছি, তোমরা দেখালে কীভাবে হাতের মুঠোয় থাকা টুর্নামেন্ট ছেড়ে দিতে হয়।’
এই আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে রুদ্ধশ্বাস পরাজয় বরণ করতে হয়েছিল পাকিস্তানকে। দ্বিতীয়বার তাদের সঙ্গে দেখা করতে চান শোয়েব। সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।
শোয়েব বলেছেন, ‘ফাইনালে আবারও আমরা তোমাদের সঙ্গে দেখা করতে চাই, এখন এটা নির্ভর করছে ভারত কীভাবে খেলে। পাকিস্তানও কী করে দেখা যাক। ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ভারতের ফেরা উচিত হবে না, একই সঙ্গে পরের ফ্লাইটে পাকিস্তানও ফিরে যেন না আসে।’
ভারত-পাকিস্তান ফাইনালের অপেক্ষায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘আমি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই এবং এর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে ব্রডকাস্টররা ও আইসিসি।’