ভারত থেকে রেলে পণ্য পরিবহন শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:দেড় মাস পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি প্রক্রিয়া আবার শুরু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় ৪২টি মালবাহী ওয়াগন নিয়ে গেদে বর্ডার দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে প্রবেশ করে পেঁয়াজবাহী প্রথম ট্রেন।

স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার খালিদ হাসান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এই পেঁয়াজ আমদানি করেছে।

প্রথম চালানে ৪২টি ওয়াগনে ২৩ হাজার ২৪৩টি বস্তায় ১ হাজার ৪৫ দশমিক ২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

তিনি আরও জানান, আমদানিকৃত পেঁয়াজ দর্শনা রেলবন্দরেই আনলোড হবে এবং এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে প্রেরণ করা হবে।

এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেঁয়াজবাহী প্রথম ট্রেন শনিবার বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করেছে ভারতীয় রেলওয়ে। দুই দেশের মধ্যকার চারটি রেলওয়ে পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্যপণ্য নিয়ে আসবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত কৃষক টিকিট বিক্রি করলে কার্ড বাতিল
পরবর্তী নিবন্ধইভানকার ব্যক্তিগত সহকারী করোনায় পজিটিভ