ভারত থেকে আসছে ২০টি লোকোমোটিভ: রেলমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ভারতীয় রেলওয়ে থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য দশটি মিটারগেজ এবং দশটি ব্রডগেজ লোকোমোটিভ বিনা ভাড়ায় সংগ্রহের কাজ চলমান রয়েছে। যা খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসা হবে’।

মঙ্গলবার দুপুরে রেল ভবনে সরকারের ১ বছর পূর্তিতে রেলপথ মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আরো বলেন, ‘দুর্নীতিমুক্ত রেল ব্যবস্থা গড়ে তোলা হবে। তাছাড়া দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ রেলওয়েতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনা রোধ করা হবে। জনগণকে নিরাপদ এবং আরামদায়ক সেবা দিতে রেলকে পুরোপুরি আধুনিকায়ন করা হচ্ছে। টিকিট ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য রেলের টিকিট কাটার ক্ষেত্রে কোটা সিস্টেম তুলে দেওয়া হয়েছে।’

এছাড়া মন্ত্রী আরো বলেন, ‘যমুনা সেতুর উজানে আরেকটি বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ আগামী মার্চ মাসেই শুরু হবে। ২০২৩ সাল নাগাদ এই সেতুর নির্মাণ কাজ শেষ হতে পারে।’

এ সময় মন্ত্রী আরো বলেন, আগামী ১০ তারিখ থেকে কিছু ট্রেনের সময় সূচিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। এবং আন্তঃনগর কিছু ট্রেনের নতুন করে কিছু স্টেশনে বিরতি দেওয়ার হবে এবং কিছু স্টেশন থেকে বিরতি বন্ধ করে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের সময় নেই: ভূমি পেড়নেকর
পরবর্তী নিবন্ধঢাবির ছাত্রীর ধর্ষকের কুশপুত্তলিকা দাহ