পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ভারত থেকে আরও ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে যে দামে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে, আশা করছি তার চেয়ে কম দামে এই বিদ্যুৎ পাওয়া যাবে।
রোববার সিলেটে ‘টেকসই জ্বালানি প্রসারে গ্রিন ব্যাংকিংয়ের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন