ভারত ও ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ইংল্যান্ড। তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে সেরা আটে থেকে টুর্নামেন্ট শেষ করার চাপ আছে জস বাটলারদের কাঁধে। অন্যদিকে ইংল্যান্ড ম্যাচ দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ভারতের সামনে, ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে আছে তারা। এমন সমীকণের ম্যাচে কেমন একাদশ নিয়ে নামবে দুদল?

ইনজুরির কারণে গত কয়েকটি ম্যাচ ধরে খেলতে পারছেন ভারত দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ড ম্যাচের আগেও তাকে নিয়ে সুখবর নেই। যে কারণে রোববারও সূর্যকুমার যাদবে আস্থা রাখতে পারে টিম ইন্ডিয়া। মোহাম্মদ সিরাজের জায়গায় আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের বিপক্ষেও তার মতো একজন বিধ্বংসী পেসারে ভরসা করতে পারে বিসিসিআই। এ ছাড়া বাকি পজিশনগুলোতে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।

 

এই বিশ্বকাপে ফর্মে নেই ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। তাকে ভারতের বিপক্ষে বাদ দিয়ে মাঠে নামতে পারে জস বাটলারের দল। ওকসের জায়গায় খেলতে পারেন স্যাম কুরান। লিয়াম লিভিংস্টোনও প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না। তার পরিবর্তে ইংল্যান্ড একাদশে দেখা যেতে পারে হ্যারি ব্রুককে।

ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন/মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

ইংল্যান্ড একাদশ
দাউভিদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন/হ্যারি ব্রুক, মঈন আলি, স্যাম কুরান, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

সূত্র: ক্রিকবাজ

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা আর নেই
পরবর্তী নিবন্ধবয়স কোনও বাধাই নয়, প্রমাণ দিলেন টুইঙ্কেল খান্না