জঙ্গি আক্রান্ত দেশ পাকিস্তানে বিশ্বের কোনো ক্রিকেট খেলুড়ে দল যেতে চায়না। অনেক অনুরোধ করে, মামলার হুমকি দিয়ে, হাতে-পায়ে ধরেও কাউকে রাজী করাতে পারেনি পিসিবি। এখন তারা ভারতের বিপক্ষে ক্ষতিপূরণের মামলা করেছে। অন্যদিকে ভারতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে অংশ নেওয়ারও আমন্ত্রণ এসেছে দেশটির পক্ষ থেকে। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বললেন, ভারত যেহেতে পাকিস্তানের সঙ্গে খেলেনা, সেহেতু ভারতকেও বয়কট করা উচিত পাকিস্তানের।
চাঁছাছোলা কথার জন্য নন্দিত এবং নিন্দিত মিয়াঁদাদ বলেছেন, ‘আইসিসিতে ভারত ও পাকিস্তানের মর্যাদা সমান হলেও পাকিস্তান সমান মর্যাদা পায় না। যদি আমরা আইসিসির প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে না খেলি, তাহলে আইসিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেবল তখনই তারা আমাদের ভারতের সমান মর্যাদা দেবে। সম্মানের সঙ্গে দেখবে। ‘
ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা লড়তে পাকিস্তান যে ১০০ কোটি রুপির তহবিল গড়েছে সেটাকে অপ্রয়োজনীয় বলছেন মিয়াঁদাদ। তিনি মনে করেন, এই টাকাটা ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোতে ব্যয় করতে পারলেই বেশি লাভ হতো।
ভারতের বিরুদ্ধে মামলা করে কিছু হবে না। তবে মামলার বিপক্ষে হলেও ভারতকে একটা উচিত শিক্ষা দেওয়ার পক্ষে তিনি। তার অভিযোগ, পাকিস্তানকে নিজেদের মাটিতে খেলিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছে ভারত।রীতিমতো ক্ষেপে গিয়ে একসময়ের সুপারস্টার এই ব্যাটসম্যান বলেছেন, ‘ইটের বদলে পাটকেল মারতে হবে আমাদের। পাল্টা জবাব দিতে হবে। ভারতের যদি আমাদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার ইচ্ছা না থাকে, কোনো ফোরামেই ভারতের সঙ্গে খেলা উচিত নয় পাকিস্তানের। আইসিসির প্রতিযোগিতাগুলোতেও পাকিস্তানের উচিত ভারতকে বয়কট করা। ‘