ভারত-ইংল্যান্ড ফাইনাল

হারমানপ্রীত কাউরের অপরাজিত ১৭১ রানের অবিশ্বাস্য ইনিংসে ভারত ২৮১/৪। মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার কাউরের এমন মন মাতানো ইনিংসে ভারত ৩৬ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেছে।

রোববার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলবে ভারত। ডার্বিতে এদিন বৃষ্টির দরুন ম্যাচটি কমে আসে ৪২ ওভারে। একদিনের ক্রিকেটে কাউরের এটি তৃতীয় সেঞ্চুরি এবং ভারতের বাইরে প্রথম। মাত্র ১১৫ বলে ১৭১ রান করেন তিনি ২০টি চার ও সাতটি ছয়ের সহায়তায়। অস্ট্রেলিয়া নারী দল ২৮২ তাড়া করতে নেমে ২৪৫ রানে অলআউট হয় ৪০.১ ওভারে। ব্ল্যাকওয়েল ৯০ রান করেন মাত্র ৫৬ বলে। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধফোন করলেই চিকুনগুনিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা
পরবর্তী নিবন্ধগ্রিনকার্ড জব্দ করে বাংলাদেশিকে ফেরত পাঠাল আমেরিকা