ভারতে ২৪ ঘণ্টায় ৪৯৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৩০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮২ লাখ ২৯ হাজার ৩১৩ জন।

এই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬০৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর এএনআই।

ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগী মারা গেছে, তার মধ্যে ৪৪ হাজার জনের মৃত্যু মহারাষ্ট্রে রাজ্যে। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১১ হাজারের বেশি।

উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গে তা সাত হাজারের আশপাশে।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধখ্যাতনামা সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই