বিনোদন ডেস্ক : এবারের ঈদে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এটি তৃতীয় সপ্তাহে এসেও দেশের প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে। দেশের মুক্তির সময় থেকে ‘সুড়ঙ্গ’ ভারতেও মুক্তির কথা শোনা গিয়েছিল।
এবার ভারতের মুক্তি ঘোষণা জানা গেল। ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস গতকাল (১৪ জুলাই) শুক্রবার রাতে নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে বাংলাদেশের সিনেমাটি।
গতকাল (১৪ জুলাই) রাতে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘অপেক্ষা শেষ হচ্ছে! বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।’
‘সুড়ঙ্গ’ দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
গত ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় আলফা আই স্টুডিও লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অন্যদিকে চরকি জানায়, মুক্তির প্রথম সপ্তাহে কেবল স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটির দুই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।