ভারতে সুব্রত কাপের ফাইনালে বিকেএসপির মেয়েরা

পপুলার২৪নিউজ ডেস্ক:
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কিশোরীরা যখন খাবি খাচ্ছে, ঠিক তখনই আরেক দল কিশোরী দেশের জন্য সুখবর বয়ে আনল। ভারতের সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বিভাগে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বিকেএসপির মেয়েরা। আগামীকাল শুক্রবার আমবেদকার স্টেডিয়ামে মিজোরামের মিজো স্কুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা।

ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হরিয়ানার আলাখপুরা ভিওয়ানি স্কুলকে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়েছে বিকেএসপি। বুধবার সেমিফাইনালে বিকেএসপির মেয়েরা ৩-১ গোলে মেঘালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিকেএসপির পক্ষে জোড়া গোল করেন মুক্তা সরকার। অন্য গোলটি শাহেদা আক্তারের।

সুব্রত কাপের (নারী বিভাগ) চলতি আসরে অংশ নিয়েছে মোট ৩২টি দল। ভারতের বয়সভিত্তিক ফুটবলে এই টুর্নামেন্টের সুনাম ব্যাপক। গত বছর প্রথমবারের মতো অংশ নিয়েছিল বিকেএসপি। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা।

এখানে ফাইনালে ওঠাই বড় অর্জন। আর শিরোপা জিততে পারলে তো সোনায় সোহাগা!

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে ভর্তি নৌ পরিবহন মন্ত্রী
পরবর্তী নিবন্ধজাপানকে ডুবিয়ে দেয়া ও যুক্তরাষ্ট্রকে ছাইয়ে পরিণত করার হুমকি উত্তর কোরিয়ার