পপুলার২৪নিউজ ডেস্ক :
ভারতের মহারাষ্ট্রে ওয়ার্ধা জেলার একটি সামরিকঘাঁটির সামনে আকস্মিক বিস্ফোরণে ছয়জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনাসূত্র জানিয়েছে, সমরাস্ত্র গাড়ি থেকে নামানোর সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পিটিআইয়ের।
নাগপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে অবস্থিত সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারটি অবস্থিত।
সকালে অস্ত্রভাণ্ডারের বাইরে একটি মাঠে পুরনো বোমা নিষ্ক্রিয় করা হচ্ছিল। সেই সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তাতে অস্ত্রকাখানার কর্মীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।