ভারতে সমলিঙ্গের প্রতি আকর্ষণ যথার্থ

পপুলার২৪নিউজ ডেস্ক:

সমকামিতা আগের মতো বেআইনি হলেও ভারতে সমলিঙ্গের প্রতি আকর্ষণ যথার্থ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা নতুন এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। খবর বিবিসি বাংলার।

আইন সংশোধন বা পরিবর্তন ছাড়াই নতুন কম বয়সী ছেলেমেয়েদের প্রাথমিক প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষার কিছু উপকরণে ভারতের সরকার বলছে, কম বয়সী ছেলেমেয়েদের বিপরীত লিঙ্গ কিংবা সমলিঙ্গের কারো প্রতি আকর্ষণ বোধ করাটা স্বাভাবিক।

এটাকে ঠিক আছে বা ‘ওকে’ বলে বর্ণনা করা হয়েছে ওইসব উপকরণে।

দেশটির ২৬ কোটিরও বেশি কমবয়সী ছেলেমেয়েদের জন্য নতুন একগুচ্ছ শিক্ষা উপকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে। তবে সমলিঙ্গ কিংবা বিপরীত লিঙ্গের মধ্যে সম্পর্ক হতে হবে বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে।

এতে আরো বলা হয়, কোন মেয়ে যদি যৌন সম্পর্ক স্থাপন করতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ না বলে, সেটাকে না বলেই বিবেচনা করতে হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়, আবেগে ছেলে শিশু বা কিশোরদের কান্না পেলে সেটি অস্বাভাবিক বলে মন্তব্য করা যাবে না।

উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশে ছেলেদের কান্নাকে দুর্বলতা বা ব্যক্তিত্বের সংকট বলে তামাশা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভোট গ্রহণ চলছে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে
পরবর্তী নিবন্ধআইপিএলের নিলামে ছিলেন না প্রীতি জিন্তা