পপুলার২৪নিউজ ডেস্ক:
একটি বিশেষ প্রযুক্তির কলম (ফ্রিক্সিওন পেন)। এটা দিয়ে লেখার পর কলমের মাথা দিয়ে ঘষলেই লেখা মুছে যায়!
এই কলম ব্যবহার করে চেক জালিয়াতির কারবার করছিল ভারতের তিন তরুণ। গত মঙ্গলবার এক ব্যক্তিকে প্রতারণা করে পালানোর সময় ভারতের বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে ধরা পড়ে তারা। তাদের নাম বিনয় জায়সবাল ওরফে অঙ্কিত শর্মা, ধীরাজ গুপ্ত ওরফে মোনো এবং সাদাব আনোয়ার ওরফে অভিষেক কুমার ওরফে আরমান। বুধবার তাদের বিধাননগর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ফোনে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলত তারা। গ্রাহক রাজি হলে অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা রাখতে বলা হতো। পাশাপাশি, দুটি চেক চাইত অভিযুক্তরা। প্রথমটি ‘ক্যানসেল্ড চেক’। দ্বিতীয় চেকে ‘প্রসেসিং ফি’ বাবদ সামান্য টাকা লিখে দিতে বলত তারা। আর সেই চেক লেখার জন্য এগিয়ে দিত ওই বিশেষ কলম। গ্রাহককে বলা হতো আবেদনের ‘ফর্ম’ আর চেকের কালি না মিললে ঋণ পেতে সমস্যা হবে। এর পরে চেকে লেখা টাকার অঙ্ক মুছে অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্ক বসিয়ে তা তুলে নেওয়া হতো।