ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলবে না বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ মানেই টানটান উত্তেজনাকর পরিস্থিতি। দুই দেশসহ পুরো বিশ্বের ক্রিকেট ভক্তরাই ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন।

তবে সম্প্রতি ভারতে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।

প্রস্তাব ফিরিয়ে দেয়াতে অবশ্য বৈরীতার কোনো কারণ ছিল না। ব্যস্ত সূচির কারণেই ভারতের মাটিতে একদিনের সিরিজ খেলতে রাজি নয় বাংলাদেশ।

কারণ দু’মাস পর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের পর বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বিসিবি। সেই কারণেই ভারতে ত্রিদেশীয় সিরিজে খেলবে পারবে না বাংলাদেশ।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই আগেই এই টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশকে। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ভারতে খেলতে যাওয়ার অপারগতা জানিয়েছিলেন।

আগামী অক্টোবরে বিসিসিআইয়ের পরিকল্পনায় ছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার।

পূর্ববর্তী নিবন্ধগুয়ান্তানামোর এক বন্দিকে কোটি ডলার ক্ষতিপূরণ
পরবর্তী নিবন্ধগাজীপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড