ভারতে তুষার ধসে শতাধিক মৃত্যুর আশঙ্কা

নিজস্ব ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠে হিমবাহ ভেঙে তুষার ধসের ঘটনায় একশর’ বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এ ঘটনার সময় ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে ১৫০ শ্রমিক কাজ করছিলেন। উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, তাদের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন।

তবে, নিহত এবং আহত লোকের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। এছাড়া, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

আসামে ক্যাম্পেইনে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে বলেন, ‘উত্তরাখণ্ডের পাশে রয়েছে ভারত এবং দেশবাসী সবার সুরক্ষার জন্য প্রার্থনা করছে। ’

পূর্ববর্তী নিবন্ধমা হলেন পিয়া জান্নাতুল
পরবর্তী নিবন্ধযেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিবরা করোনার টিকা নিলেন