ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ৮

 পপুলার২৪নিউজ ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজনপ্রাণ হারিয়েছেন।

পুলিশ।জানিয়েছে, শনিবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রায় শতাধিক কর্মী ওই কারখানায় কাজ করছিলেন। খবর এনডিটিভির।

শিরপুর তালুকার ওয়াগাধি গ্রামে কেমিক্যাল কারখানাটি অবস্থিত। সকাল পৌনে দশটার সময় কারখানাটিতে বিস্ফোরণ ঘটে।

শিরপুর থানার পুলিশের এক অফিসার জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে- একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আটজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দমকল ও জরুরি সেবা ও দুর্যোগ মোকাবেলা বিভাগের কর্মীরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

মর্মান্তিক ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিরপুর তালুকার ওয়াগাধি গ্রামে। কারখানার প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা দেখা হবে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআসামে নাগরিকত্ব তালিকায় বাদ পড়া লোকজন কী করবেন?
পরবর্তী নিবন্ধবিশ্বরেকর্ড গড়লেন সাড়ে ৩ মণের ক্রিকেটার