ভারতে অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধ : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় ওপারের লোকজন জনিক মিয়া (২৫) নামক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রোববার রাতে কোনো এক সময় বাংলাদেশি যুবক জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়।
খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ও নুর মিয়া নামক এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহতের পিতা জিল্লুর রহমান জানান, রবিবার রাতের খাবার খেয়ে বাড়ির বাহিরে যায়। এর পর আজ সোমবার সকালে তাকে গুরুতর আহত অবস্থায়  পাই।
বড়ছড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুস ছাত্তার এই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানে না বলে জানান।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী নিবন্ধআদালতের রায়ে বাজেয়াপ্ত যুদ্ধাপরাধীর বাড়ি পরিত্যক্ত সম্পত্তি
পরবর্তী নিবন্ধইমরানের নায়িকা সাবিলা নূর