ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচের মালিক কোহলি

স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলিকে আধুনিক ক্রিকেটে সেরা ফিল্ডারদের একজন বিবেচনা করা হয়। শূন্যে বল আর নিচে কোহলি থাকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে বোলারও। কোহলির হাত থেকে ক্যাচ মিস হওয়ার ঘটনা খুব একটা দেখা যায়না। আর এমন ফিল্ডার ক্রিকেটে ক্যাচ ধরার রেকর্ড করবে না তা হয় কি করে!

আজ ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে ২ টি ক্যাচ নিয়েছেন কোহলি। কুলদ্বীপ যাদবের বলে নাসিম শাহ এর ক্যাচের পর খুশদিল শাহ এর দুর্দান্ত ক্যাচ লুফে নেন কোহলি। আর তাতেই ভারতীয় ক্রিকেটারদের মাঝে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ ধরার মালিক হয়ে যান কোহলি।

ভারতীয়দের হয়ে এতদিন এ রেকর্ডটি ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দখলে। তিনি ওয়ানডেতে ভারতের হয়ে নিয়েছিলেন ১৫৬ ক্যাচ। আজকের দুই ক্যাচের পরে কোহলির বর্তমান ক্যাচ সংখ্যা ১৫৮ টি।

ভারতের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের মালিক হলেও বিশ্ব ক্রিকেটে এ রেকর্ডে কোহলির অবস্থান তৃতীয়। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি দখল করে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়ার্ধনে। তার ক্যাচ সংখ্যা ২১৮ টি। আর ১৬০ টি ক্যাচ নিয়ে তালিকার দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

পূর্ববর্তী নিবন্ধমেহজাবীনের গায়েহলুদে, ছবি তোলায় নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধ২২ দিনে এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স