ভারতের সাবেক মন্ত্রীর মৃত্যু, দেখা করতে পারেনি পরিবার

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ (৭৮) বুধবার রাতে দিল্লির রাম মনোহার লহিয়া হাসপাতালে মারা গেছেন।মঙ্গলবার পার্লামেন্টে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বক্তৃতা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এদিকে তার স্বজনরা অভিযোগ করেছেন, তাদেরকে অসুস্থ রোগির সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে, মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যৌথভাবে পার্লামেন্টের দু্ই কক্ষেই বক্তব্য দিচ্ছিলেন। ওইসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ হৃদরোগে আক্রান্ত হন।

সঙ্গে সঙ্গে তাকে দিল্লির রাম মনোহার লহিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়।

কিন্তু মঙ্গলবার দিবাগত বুধবার রাতে ২টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

তার পরিবার অভিযোগ করেন, তাদেরকে রোগির সঙ্গে দেখা করতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সে কিভাবে আছে আমরা তা জানতেও পারিনি।

পরিবারের অভিযোগের পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদসহ অন্যান্যরা দিল্লীর ওই হাসপাতালে পরিদর্শনে যান।

কংগ্রেসের মুখপাত্র সাংবাদিকদের বলেন, রোগীর সঙ্গে পরিবারকে দেখা কতে না দেয়া সরকারের স্বেচ্ছাচারিতা।

পিটিআই জানায়, আহমেদের পুত্র, কন্যা ও তার স্বামীকে তার সঙ্গে দেখা করতে দেয়নি বলে অভিযোগ করেছে তার সন্তান।

ই আহমেদ মনমোহন সরকারের পররাষ্ট্র প্রতিমিন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

তিনি কেরালা থেকে লোকসভার প্রতিনিধিত্ব করতেন। ইন্ডিয়ান আইনিয়ন মুসলিম লীগের সভাপতি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটিভির রাজ্যে হানা দিতে আসছে ফেসবুক
পরবর্তী নিবন্ধস্যামসাংকে টপকে শীর্ষে অ্যাপল