ভারতের সাফল্যে উদযাপন, নিজের পরিচয় ‘ভুলে গেলেন’ আইসিসি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। সেই ম্যাচটি নিয়ে ক্রিকেটবিশ্বে দারুণ রোমাঞ্চ ছিল। আইসিসি কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই সেই উন্মাদনায় শামিল হতে হাজির হয়েছিলেন দুবাইয়ের গ্যালারিতে। সরব উপস্থিতি ছিল আইসিসি চেয়ারম্যান জয় শাহের’ও। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সাফল্য দেখে তার উদযাপন সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক সচিব ছিলেন জয় শাহ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত আগস্টে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন ১ ডিসেম্বর থেকে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদধারী হিসেবে অন্তত প্রকাশ্যে তার নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা ছিল। কিন্তু নিজের পরিচয় ভুলে জয় শাহ মাতলেন নিজের দেশের পক্ষে। তার উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৭তম ওভারে ভারতের গলার কাঁটা হয়ে ওঠা অ্যালেক্স ক্যারি রানআউট হয়ে যান। শ্রেয়াস আইয়ারের থ্রোতে তার স্টাম্প ভেঙে যাওয়ার পরপরই ভারতীয় দলের পাশাপাশি গ্যালারি স্ট্যান্ড থেকে উল্লাস করেন জয় শাহ। অজিদের অষ্টম উইকেট হারানোর পর আইসিসি চেয়ারম্যানের সেই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে অনলাইনে। এ ছাড়া ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচ শেষের আগেই দাঁড়িয়ে পড়েন জয় শাহ, পরে ক্যামেরা দেখে তিনি বসে পড়েন। হার্দিক পান্ডিয়া ছয় হাঁকানোর পরও একইভাবে প্রতিক্রিয়া দেখান তিনি।

ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায়। ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যারি। এ ছাড়া অজিদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। বিপরীতে মোহাম্মদ শামি ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

জবাবে খেলতে নেমে ৪৮ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। লক্ষ্য তাড়ায় কিংবদন্তি বনে যাওয়া বিরাট কোহলি এদিনও ছিলেন সেঞ্চুরির পথে। তবে তিনি ফিরেছেন ৯৮ বলে ৮৪ রান করে। এ ছাড়া শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে শ্রেয়াস আইয়ার ৬২ বলে ৪৫ রান করেন।

প্রসঙ্গত, আইসিসির এই মেগা টুর্নামেন্টের আগে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুসারেই উভয়পক্ষ সূচি প্রস্তুতে সম্মতি দেয়। সে অনুসারে ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের মাটিতে হতে যাওয়া সব আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজন হবে। তবে চলমান আসরে ভারতের সব ম্যাচই দুবাইয়ের একই ভেন্যুতে হওয়া নিয়ে সমালোচনা রয়েছে। এটি রোহিত-কোহলিদের বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ অন্য দলগুলোর।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেট ইতিহাসে যে রেকর্ড একমাত্র উইলিয়ামসনের
পরবর্তী নিবন্ধশেষদিনে ইবতেদায়ী শিক্ষকদের ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদউদ্দিন