ভারতের ভিসা পাননি শহীদুল আলম

পপুলার২৪নিউজ ডেস্ক:

বিখ্যাত ফটোসাংবাদিক শহীদুল আলমকে ভারতে যেতে ভিসা দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

দেশটির রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার দুদিনব্যাপী সেরানডিপিটি আর্টস ফেস্টিভ্যালে উপস্থিত থাকার কথা ছিল মার্কিন সাময়িকী টাইমের ২০১৮ সালের এই সেরা ব্যক্তিত্বের।

ভারতের সংবাদভিত্তিক অনলাইন দ্য প্রিন্টের খবরে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কিন্তু একটি কূটনৈতিক সূত্র জানায়, ভিসা আবেদন প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

‘শিল্পকলায় রাজনৈতিক মাত্রা অনুশীলন’ শিরোনামের একটি আলোচনা প্যানেলে অংশ নেয়ার কথা ছিল বিশ্ববিখ্যাত এই আলোকচিত্রীর। এতে রাজনীতি ও শিল্পকলার মধ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করার কথা ছিল তার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক দ্য প্রিন্টকে বলেন, আমাদের বলা হয়েছে- তিনি স্বশরীরে এখানে হাজির থাকতে পারবেন না।

দ্য উইয়ারের খবরে বলা হয়েছে, স্কাইপের মাধ্যমে তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দর্শকের প্রশ্ন নিয়েছেন।

গত বছর একটি ফেসবুক পোস্টে সরকারের সমালোচনা করায় ১০০ দিন কারাগারে থাকতে হয়েছে শহীদুল আলমকে।

পূর্ববর্তী নিবন্ধবোরকা পরে আসায় ছাত্রীদের কলেজে ঢুকতে দিল না কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধকোম্পানীগঞ্জে অটোর ধাক্কায় যুবলীগ নেতা নিহত