ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হয়ে গেলো। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো টাইগাররা।

দুবাইয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে টসভাগ্য সহায় হযেছে বাংলাদেশের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশে চমক বলতে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে বাইরে রেখে তরুণ জাকের আলী অনিককে সুযোগ দেওয়া।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদক পেলেন ১৭ ব্যক্তি ও নারী ফুটবল দল
পরবর্তী নিবন্ধচাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ সহকারী পুলিশ সুপার