স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের মাটিতে ইতিহাস বদলে এসেছে বাংলাদেশ। যে দলের বিপক্ষে কখনও টেস্ট জয় ছিল না, তাদেরই ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
এবার সামনে আরেক শক্ত প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ ভারত প্রথমে ব্যাট করবে।
চেন্নাইয়ের আকাশে মেঘ রয়েছে। কন্ডিশন শুরুতে পেসারদের সাহায্য করতে পারে। তাই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।
তিনি বলেন, ‘এখানে আর্দ্রতা আছে এবং আমরা এটা কাজে লাগাতে চাই। পিচ বেশ শক্ত মনে হচ্ছে। প্রথম সেশন পেসারদের জন্য খুব ভালো হবে। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল আমাদের দলে। আমরা তিন পেসার নিয়ে খেলছি।’
ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানালেন, টস জিতলে তারাও প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেন।
ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। এর আগে ১৩ বারের মুখোমুখি দেখায় ভারতের জয় ১১টিতে, দুইটি ম্যাচ হয়েছে ড্র।
তবে এবার বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। দেখা যাক, ভারতের মাটিতেও এবার ইতিহাস সৃষ্টি করতে পারেন কিনা শান্ত-সাকিবরা।